জয় বাংলা জয় বঙ্গবন্ধু

শামসুল আরেফিন

একটি ভাষণের শব্দশেলে ঝলসে গেছে মহাদানবের মুখ

দীর্ঘদিন কোমায় থাকা আমার অবশ শরীর
জেগে ওঠে টানটান উত্তেজনায়
জ্বলন্ত উনুনে টগবগ করা আমার রক্তকণিকা
পারমাণবিক বিস্ফোরণে
অঙ্গার করে দিয়েছে জল্লাদের হুংকার

তখনো আমার চোখ ছিল ঠুলিপরা
আমারই চোখের সামনে ওরা
সদম্ভে ছিনিয়ে নিয়ে গেছে প্রাত্যহিক
আমাদের বেঁচে থাকা আগামী, সম্ভ্রম

বাকরুদ্ধ আমি। কিংকর্তব্যবিমূঢ়
আমার কণ্ঠরোধ করে রেখেছিল বেয়নেট
ধর্মের লেবাসে পিশাচের বেলেল্লাপনায়
নবজাতকের চিৎকার সৃষ্টির উল্লাসে
প্রকম্পিত করে তুলেছিল মহান আল্লাহর আরশ

হিমালয় মূর্তিমান হয়ে উঠেছিল রেসকোর্সের মাঠে
অগ্নি ঝ’রে পড়ছিল কৃষক শ্রমিক ছাত্র জনতার
সশস্ত্র প্রতিরোধে পঁচিশে মার্চের কালোরাত

জয় বাংলা, আজ মুক্তিকামী মানুষের অমোঘ স্লোগান
জয় বঙ্গবন্ধু, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
পুরো পৃথিবীর অবিসংবাদিত নেতা শেখ মুজিব

চির সবুজের বুকে জ্বলজ্বলে সূর্যের ঠিকানা