শারমিন সুলতানা রীনা

স্রোতের প্রচণ্ড তোড়ে একাকী লুটাই
কাটছি সাঁতার বুকে অশান্ত নদীর
শুনেছে কখন কেউ সমুদ্র গর্জন
কতটা ভয়াল রূপে ফুঁসছে তাণ্ডবে
বাঁচার আকুতি নিয়ে বসতি পাড়ের
গভীরে তলিয়ে যাই ঠিকানাবিহীন
নিশ্বাসে-প্রশ্বাসে গড়া মানব সম্পর্ক
ফেরে না পথিক পিছু অস্ফুট চিৎকারে
অথচ বলেছো তুমি কোমল মায়ায়
রাখবে হৃদয় মাঝে পালক ছোঁয়ায়