যাওয়া আছে ফেরা নেই

শাহজাদী আঞ্জুমান আরা

আমি শুধু যাই, ফিরি না কোথাও
আমার যাওয়া আছে, ফেরা নেই
যেন এক চমৎকার উপাখ্যান আমার
আঙুল দিয়ে শুধু ছবি অাঁকা জলের ওপর
পেছনেই বেভুল বাতাস উদাসীন
আমি যাই, ফিরি না কোথাও।

সবকিছুই স্রোতের মতো
ছায়া পড়ে, ভেঙে যায়
আড়মোড়া ভেঙে বৈরাগ্যের ঢেলা
জলপতনের মতো নিঃশব্দে গড়ায়
আমি ছায়া ভেঙে হাঁটি
আমার ফেরা নেই, ফিরি না আমি

যেন কোনো ফেরাই মানায় না আমাকে।