মরুর যে-মেঘ

আমিনুর রহমান সুলতান

পাহাড় পাহাড়ই, পাহাড় বলেই
তার কোলে নেমে আসে মেঘ
পাহাড়ের ক্ষয় নিয়ে ঢলে ঢলে বয়ে চলে
মেঘ নদী হয়ে যায়…

মরু সে-মরুই মরুর মেঘ নামতে দেখেনি
কেউ। মরু ছাড়া।

পাহাড় ভুলে যায় তার কোলের মেঘের স্মৃতি
মরুই ভোলে না স্মৃতি মরুর যে-মেঘ
উড়ে উড়ে ছায়া দেয় কুয়া খোঁড়া তার জলে…

মরুর কুয়ার জল ফুরাতে দেখেছে কেউ?
যেভাবে ফুরায় পাহাড়ি মেঘের ঢল!