কঠিন কোমল হ’য়ে ওঠে

হাবীবুল্লাহ সিরাজী
 

কঠিন কোমল হ’য়ে ওঠে।

আগুনের তেজ পেলে কঠিনও কোমল হ’তে জানে

হাপরের হাওয়া দেয় পাঁজরের ভাঁজে –

সম্মুখে বসেন পঞ্চানন।

সিসে গলে, নৃত্যের ভঙ্গিতে

ছাঁচে-ছাঁচে নদী জাগে, জাগে বর্ণমালা

ব্যঞ্জনের দুই পার্শ্বে অবিভক্ত স্বর

ভাষার অন্তর …

কঠিন কোমল হ’য়ে ওঠে

স্রোত ভাঙে পাতালের নতুন পাথর

অমাবস্যা ভেঙে চাঁদ শস্য বিলি করে –

কণ্ঠ ফোটে, গন্ধও ফুটতে জানে,

বিকেলের মেঘগুলো সকালের মানে হ’লে

শ্রাবণে অপূর্ব ফোটে রবীন্দ্র-আঙুল

কঠিন কোমল হ’য়ে ওঠে।