বাংলাদেশ

শামস আল মমীন

যদি তুমি কুমিরের সাথে বসে নাওয়া-খাওয়া করো,

সাবধান! শেষে তার খাবার না হয়ে যাও। এই

ভয়ে, মোহে ও সংশয়ে

ডুবে আছো তুমি;

হাতে সমৃদ্ধির হাতকড়া।

মুনাফার ভারে কুঁজো

বহুজাতিক সংস্থার মনভোলা বিজ্ঞাপন,

ঘাম ও সংগ্রাম

রঙিন প্রচ্ছদে

লোভনীয় আরো…

বিলবোর্ডে পারদের মতো

পিচ্ছিল অক্ষরগুলো,

জ্বলে-নেভে

কখনো নীলাভ তার আলো

কখনো শঙ্কিত লাল

 

সংগ্রাম কখনো সহজ নয়

টেবিল-বৈঠকে,

আলোচনায়, দলিল দস্তখতে

কিংবা হাস্যোজ্জ্বল করমর্দনেও নয়।

 

তুমি কুমিরের সাথে বসে নাওয়া-খাওয়া করো,

সাবধান! শেষে তার খাবার না হয়ে যাও…