অধরা

জরিনা আখতার

 

জীবনের সঙ্গে জড়িয়ে আছ বললে ভুল হবে –

আজীবন তুমি আমার স্বপ্নে বসবাস করছ বন্ধুত্বের দাবি নিয়ে,

সেই দূর শৈশবে জেগে উঠেছিলাম

তোমাকে পাবার সাধনায় –

আলপথে হাঁটতে হাঁটতে একাকিত্বের বেদনা যখন

বিস্ময়কর আনন্দে রূপায়িত হলো

সেই থেকে শুরু –

শস্যক্ষেতে অধীর অপেক্ষায় একটি নিঃসঙ্গ বক

জলের আরশিতে একটি হিজল গাছের অকৃত্রিম

আত্মসমর্পণ দেখে

ভেতরে বেজে উঠেছিল অশ্রুতপূর্ব সুর –

কী করে বোবা হৃদয় কথা বলে

তখনই বুঝেছিলাম;

সীমিত প্রাচুর্য নয়

নিঃসীম প্রকৃতির অফুরন্ত অনাবিল ঐশ্বর্যে

হারিয়ে যেতে যেতে ভেবেছিলাম

এটাই গন্তব্য –

অথচ হয়নি

তোমার সঙ্গে বন্ধুত্ব হয়নি

তুমি অধরাই থেকে গেলে সুন্দর!