চিনতে নারি

আল মাহমুদ

 

কোথায় কারা ডাক দিয়েছে

হাঁক দিয়েছে আমার নাম

হঠাৎ আমি দাঁড়াই ঘুরে

বলি শুনুন, আছ ছালাম।

 

আমার নামে পক্ষি উড়ে

আকাশজুড়ে তারার ঢেউ

তারায় তারায় পথ হারিয়ে

একলা চলি নেই তো কেউ।

 

একলা আমি অগ্রগামী

কোথায় থামি কোথায় ঘর

ভাঙা বেড়ার ফাঁক দিয়ে ওই

চিনতে নারি আপন-পর।