কথামালা

শংকর চক্রবর্তী

 

কতদিন উড়িয়েছি পুরনো দিনের কথামালা

নিজেরই একান্তে ছিল সবকিছু গোপন আলোয়

সন্ধে নেমে এলে শান্ত হয় যেন গিরিতরঙ্গিনী

আকাশে উড়া, ভাবি, এবার আকাশে উড়ি বেশ খোলামেলা

কতদূর মনে নেই, দেখি দু-পা এক-পা খেলায়

বৃক্ষ-সমারোহে শুধু হাসির ঝিলিক

উড়তে উড়তে ডানা গেল ভেঙে রক্ত-লাগা ছেঁড়া পালকের ওড়াওড়ি

আমি হালকা হয়ে দ্রুত নেমে আসি নিচে

কোথাও যাবার নেই আর

কথামালা প্রতিদিন দেখি রং ভাসছে আকাশে –

ওপরে তাকাই আমি চোখ অন্ধ হয় ফের বৃষ্টির গুঁড়োয়

 

আমার পুরনো দিন গোপন কথার মেঘে কালো হয়ে আছে।