বঞ্চনা

কাজল চক্রবর্তী

 

বৃক্ষ অনায়াসে নিতে পারে লতা-ফল ও পাখিদের ভার।

সহ্য করে বাতাস ও বৃষ্টির ওঠা-নামা।

মাটিকে আঁকড়ে ধরেই তাঁর যাবতীয় উত্থান।

আকাশের সঙ্গে পাল্লা দিয়ে

ছড়িয়ে দেয় রং আমাদের চারধারে।

প্রয়োজনে ব্যবহার করি – খাঁচার পাখিদের মতো।

 

অসহায় বৃক্ষেরা কাঁদে

কেউ শুনতে পায়, কেউ বা শোনে না।

কিন্তু পৃথিবীময় বৃক্ষের হাহাকারে এখন স্পন্দিত হচ্ছে মাটি

এলোমেলো হয়ে যাচ্ছে মানুষের অস্থায়ী স্থাবর

সামান্য যৌবনের মতো এই জীবন নিয়ে তবু কত ছোটাছুটি

মায়াদর্পণে কেশের বিভিন্ন বিন্যাস।

 

অথচ মানুষকে জয়ী হ’তে হবে।

মানুষকে বঞ্চিত করে।

ডান হাত থেকে বঞ্চনা ছাড়িয়ে যাবে বাঁ-হাতে

বেড়ে যাবে পৃথিবীর তাপ।

গলে যাবে মেরুর বরফ

সমুদ্র ঢেকে দেবে মাটি ও সবুজ।