বার্লিন দেয়াল

দিলীপ কির্ত্তুনিয়া

ওরা তাকিয়ে তাকিয়ে ভাঙা দেয়াল দেখছে
আর কষ্টকে বুঝে নিচ্ছে দেয়াল বিষয়ক।
ওরা ভাঙা দেয়ালের টুকরোগুলো
এখনো খুব যত্ন করে
যাতে বিচ্ছেদের মর্মযাতনার পাথরগুলো
আলোকিত থাকে
দেখা যায় ভালোভাবে।
ওরা ওখানে মিলিত হয় আর দেখে
পেছনের অভিশাপগুলো –
নাঙ্গা অগ্নি কীভাবে পুড়িয়েছে তাদের
দীর্ঘদিন ধরে, ভুল করে।
দেয়ালকে ভেঙে ফেলে ওরা
ফুলকে করেছে প্রসারিত
মিলনের ফুল।
কিন্তু ভাঙা দেয়ালের দেহাবশেষ
রেখে দিয়েছে
কষ্টের নূপুর।