আছি

ওবায়েদ আকাশ

আছি, আদতে এই বলে চিলের পাখনার নিচে

উড়িয়ে দিচ্ছি পতাকার মতো গর্বিত জীবন

 

আজন্ম ঘুম-সন্তরণ এখনো জলের ওপারে উজ্জ্বল

 

প্রান্ত ধরে টান দিতেই ঝুরঝুর করে বিশ্বাস ছড়িয়ে পড়ে

 

আছি যে এর বেশি সত্যতা থাকে সমুদ্রের সোনালি প্রহর

মেঘ-নীল বসন্তের রেখায় অবারিত মিথ্যে জীবনে

একবার ঘুমিয়ে গেলে

পৃথিবীতে বেঁচে থাকে পাহাড়ে-চূড়ায় কিছু নকল উল্লম্ফন

নিরোর বাঁশিতে তারা সুর তোলে পীত নদীর জলে

 

এতকাল উড়িয়ে এনেছি আশ্বস্ত গোলাপের অধিক

ছানাবড়া চোখ, বিস্ময়ের মেরুদন্ডে যাকে

খুব গভীর কেন্দ্রে টেনেছি –

কত মেঘ, মিনোয়াম অতীত পেরিয়ে এখনো

বারবার ঘোষণা দিয়েই যতটুকু নিজেকে জানানো

আছি –

 

ঘাসপাতার বিপন্ন শরে পতঙ্গেরা মরে গেলে

বাণের বর্ণনা ঠোঁটে ছুটে আসে মাছ –

লেজের-পাখনার তাড়ায় বিক্ষুব্ধ গুঁড়িয়ে যায় কীটের নিবাস

তবু খরায় পূর্ণতা এলে নতুন পতঙ্গশিশু

প্লাবন-দংশন-ঝড় সকল উজিয়ে বলে, এই দেখো

আছি –

 

মৃত্তিকার নিগূঢ় গভীর রন্ধ্রে প্রতিটি প্রাচীন সভ্যতা যেমন

নির্বিকার ঘোষণা করে বিস্ময় তবু সরল উপস্থিতি