ধৃষ্টতা

প্রবালকুমার বসু

বলিনি অযথা কোনো কথা
দিইনি সায়ও প্রস্তাবে
সকলে নিরীহ বলে জানে

যাইনি মিছিলে মতলবে
থাকিনি সঙ্ঘে কোনো লোভে
অনেকে ভেবেছে বুঝি বোকা

এড়িয়ে গিয়েছি কৌশলে
কঠিন পরিস্থিতি যত
সহজে করেছি সমঝোতা

তবু সুযোগ পেলে লোকে
আঙুল তুলেছে এইদিকে
দিয়েছে অযথা অপবাদ

আস্থা রাখেনি কেউ তাই
আমার সকল আশঙ্কাই
বাড়িয়ে তুলেছে অবিশ্বাস

পরিস্থিতি যা সামলাতে
সরে এসেছি সব থেকে
গোপন রেখেছি প্রত্যাশা

ভুল করেছি গোড়া থেকে
বন্ধু ভাবিনি বন্ধুকে
আমার এটাই যে ধৃষ্টতা