গ্রহণ-বর্জন

কালীকৃষ্ণ গুহ

 

অনেক রাত হলো

অনেক পুণ্য –

জানি এ-অর্জন

বহু প্রতীক্ষার

বলি না কোনো কথা

গহন সময়ের

অন্তরিক্ষে

এ এক ভিক্ষা।

 

রাত্রি বহমান

সকলই তুচ্ছ

গ্রহণ-বর্জন

নশ্বরের ঘুম

ঈশ্বরীয় জাগা

সকলই খেলা শুধু

বাঁচাই শেষ কথা

আনত ফাল্গুন।

 

‘অনেক রাত হল’

প্রাচীন কণ্ঠ।