অবস্থান

হাবীবুলস্নাহ সিরাজী

 

অনেকদিন থেকে ছিলাম না

কিংবা বহুদিন থেকেই আছি

পুরোনো কিংবা নতুন

শত্রম্নর কাছাকাছি।

 

পথ ছিলো না জলে কিংবা জলপথেই আছি

শাসন আসন থেকে মজুরের পাশাপাশি

কুমারের স্রোতে ভেসে বুড়িগঙ্গায় জাগিয়াছি

মিত্রের কানামাছি।

 

শূন্যে ছিলাম শর্তের বহুডোরে

গর্ভে ছিলাম নির্জন প্রহরে

অতীতের মায়া ভবিষ্যতের ঘোরে

শাদা ও লালের মত্ত সমস্বরে।

 

চাতকের মতো যে-জলে ছিলাম নৃত্য

ভালুকের মতো সে-পথেই ছিলাম ভৃত্য

কাঁকড়া-কাঁকড়া মেলানো একদলে

পেছনে শত্রম্ন, মিত্র সম্মুখে চলে।

 

অনেকদিন ছিলাম না কিংবা বহুদিন থেকেই আছি

আকাশ মাটির নয় জলের মৌমাছি।