চলে যাওয়া কত সুন্দর

নাসরীন নঈম

 

চলে যাওয়ার জন্য আমি প্রতিদিন

প্রস্ত্তত হয়েই থাকি

যা কিছু জমিয়েছিলাম এতদিন ধরে

কাকে কোনটা দেব লিখে রাখি।

 

মন খারাপের বাঁশি একবারও বাজে না

আমার এ-মনে

শুধু মনে হয় অনেক তো হলো

এবার চলে যাই সঙ্গোপনে।

 

সংসারের বিষপাত্র আর অনেক বেশি নিঃসঙ্গতা

মনের ভেতরে মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করছে

দ্বিতীয় কেউ। মনে মনে বলি আজ

জীবনের ঢেউগুলো এসে ভেঙে দিক প্রতিবন্ধকতা।

 

চলে যাওয়া কত সহজ আর

কতটা কঠিন ঠিক বুঝতে পারছি না

জোছনা-পস্নাবিত আকাশ আর ধানের দুধের নদীবন্দর

একবার দেখে যাও চলে যাওয়া কত সুন্দর।