ধ্রুপদ

পিয়াস মজিদ

 

বেঁচে থাকার

শীতার্ত সরণিতে

ফুটে আছি একা

কুয়াশাকুসুম।

রূপে-রূপে মালঞ্চে

মৃত্যুই পলস্নবিত –

জীবন যেন।

জীবন তো ওই দূরে

বনভূমির সবুজ রান্না

আর অনন্ত যত

পিয়া বসন্ত।

তবু তোমার টাইমলাইনে

শীতবসন্তের অর্কেস্ট্রা হয়ে

আমি নামের ঋতুহীন কেউ

মৃত্যু ও জীবনের

সীমান্ত ফুরোতে থাকি।