সৌভাগ্য

মোহাম্মদ রফিক

 

অসমাপ্ত কাব্য ফেলে চলে যাওয়া

মানব নিয়তি,

দুর্ভাগ্যের অবসান কবে হবে

জানে না তো ক্ষিতি;

 

তবু-বা সৌভাগ্য এতটুকু, অবশেষ

রইবে যা অমস্নান

চিরায়ত কিছু নয় যা ধন বা মান

কর্মের হবে না অপমান!

 

অনিঃশেষ বেদনার দান করে গ্রহণ বর্জন

মৃত্যুহীন নয় প্রাণ

যেটুকু-বা রয়ে যাবে পদক্ষিপ শব্দে ও

বাণীতে

বিলায় অমৃত ঘ্রাণ

 

তাই নিবে যাক প্রদীপের শিখা

অন্ধকার চির বহ্নিমান

নয়নের তারা জ্বলে ভ্রমে ও বিভ্রমে

হাত পেতে নাও সেই দান!