অপরূপকথা : এক

সৌরভ দে

 

গন্ধর্ব এবং গান্ধর্বী নভোভ্রমণে যেতে যেতে ইচ্ছাবিচ্ছেদ স্থির করলেন

 

তাঁদের বিবাহও ছিল ইচ্ছাবিবাহ

 

একে অপরের থেকে আলাদা হয়ে

গন্ধর্ব গেলেন রাজহংসীদের সরোবরে,

গান্ধর্বী পৌঁছলেন জঙ্গলের গভীরে কাঠুরেদের গ্রামে

 

গন্ধর্ব এক রাজহংসীর চোখের দিকে তাকিয়ে

ভুলে গেলেন গান্ধর্বীর কথা

 

গান্ধর্বী এক কাঠুরের পুরম্নষগন্ধে মুখ রেখে

ভুলে গেলেন গন্ধর্বের কথা

 

গন্ধর্ব তাঁর ইচ্ছাবয়স থামিয়ে রাখলেন

গান্ধর্বীও তাঁর ইচ্ছাবয়স থামিয়ে রাখলেন

 

রাজহংসী ক্রমে ক্রমে লোলচর্মের দিকে চলে গেল

কাঠুরে যুবক ক্রমেই হারাল তার পূর্ব-পৌরম্নষ

 

গন্ধর্ব এবং গান্ধর্বীর বিচ্ছেদ ছিল ইচ্ছাবিচ্ছেদ

 

গন্ধর্ব এবং গান্ধর্বী

নভোভ্রমণে যেতে-যেতে ফের

 

স্থির করলেন ইচ্ছাবিবাহ

Published :


Comments

Leave a Reply