প্রতিশ্রুতির কথা

শাহজাদী আঞ্জুমান আরা

আমরা কি প্রতিশ্রুতিবদ্ধ পরস্পরের নিকট
কী নিয়ে? কোন কথায়?
না, কিছুই জানা নেই।

তুষারের নিচে পড়ে থাকা চাপা ঘাস
আমি তুলছি, তুমি তুলছো এক এক করে
কোথাও সবুজ নেই, সবটাই বিবর্ণ, মলিন
তবুও তুলছি, তুমি সরাচ্ছো পাথর
কিন্তু কেন, কিছুই তো জানা নেই।

শব্দের অভাব এতো!
হেঁটে যাই অনেকদূর শব্দের খোঁজে
টুক টুক করে কী এক শব্দরা ভেসে আসে
কিন্তু সেই শব্দ তো আসে না
যা আমি বলতে চাই, বলবে তুমিও কিছু

তবু প্রতিশ্রুতিবদ্ধ রয়ে যাই অদৃশ্য সেই শব্দের কাছে
ভেসে যাই, ভেসে যায় সব অনুভবের তীব্র স্রোতে।