অনিন্দ্যবকুল

মনসুর হেলাল

সব কথা কথা নয় কিছু কথা ভুল
মৃন্ময় সুতোয় গাঁথা অনিন্দ্য বকুল
কিছু কথা বেদনার রূপক রূপম
অপবাদে-অপঘাতে দৃঢ় উপশম।

কিছু কথা কথকতা উন্মত্ত অধীর
অজুত-হৃদয় এক মোহনায় স্থির
আলোলিত জীবনের সুললিত প্রাণ
কিছু কথা চিরায়ত আনন্দ অমøান।

কিছু কথা শেকড়ের টান দেয় মূলে
কিছু কথা হৃদয়ে রেখেছি যে তুলে
কিছু কিছু ভুলে গেছি ভুলে যেতে হয়
কথার কুটিল ভাষে কাঁদে এ-হৃদয়।

কথায় কথিত ধ্বনি কথায় অজয়
কথার কথনে কৃত জয়-পরাজয়।