অনুকাব্য

মোহাম্মদ সাদিক

 

মেঘবালিকা মেঘবালিকা

আমার হৃদয় দশ ফালিকা

এক ফালিকা তুমি নাও

নয় ফালিকা উড়িয়ে দাও

 

উড়িয়ে দিলে হাজার ফুল

আকাশ জুড়ে হুলস্থুল

 

ভুলের মধ্যে বসবাস

মেঘবালিকার সর্বনাশ

 

নদীর পাড়ে একটি মানুষ

একটি দেহ একটি ফানুস

 

ফানুস দেখো হাসে-কাঁদে

ফানুস দেখো গায়

ফানুস দেখো ভাসতে থাকে

ভাটিয়ালি নায়

 

ফানুস দেখি ভালোবাসে

ফানুস দেখি কাঁদে

এই ফানুসের জন্যে ফানুস

ঘরবাড়িও বাঁধে

 

এই ফানুসের মুক্তি চাই

মুক্তি ছাড়া যুক্তি নাই