গোপন ক্যামেরাম্যান

হাফিজ রশিদ খান

 

আমার ভেতরে গোপন ক্যামেরাম্যান নিত্য ছবি তোলে

মুহূর্তে মুহূর্তে জীবনের প্রতি ফোঁটা অমৃতে-গরলে

 

পুরুষের ঘাম নারীর হাসির মূল্য

তার কাছে সমতুল্য

 

নদীর বাঁকানো গ্রীবায় লুকিয়ে আলো ফেলে

ঘরে ফিরে সে হাসতে-হাসতে বিকেলে

 

দুরন্ত কিশোর ঝাঁপ দেয় কানায়-কানায় ভরা পুকুরের বুকে

গোপন ক্যামেরাম্যান নিয়ে আসে তা হুবহু টুকে

 

লেদা শরণার্থী শিবিরের ধারে কাঁদে রোহিঙ্গা রমণী

দরদি বিশদ চোখে আনে সেই ছবি বেদনার বিবরণী

 

রাস্তায়-রাস্তায় মেহনতি মানুষের চলাচলে

গোপন ক্যামেরাম্যান মিশে থাকে ধুলোর আদলে…