জল

তমিজ উদ্দীন লোদী

 

জল যাচ্ছিল গড়িয়ে জলের মতন

তুমি তাকে কাপে তুলে নিলে

তুলে নিলে স্বচ্ছ-কাচ জারে

 

জল এখন কাপের মতন

জল এখন জারের মতন

 

জল, আহা ফোঁটা ফোঁটা বৃষ্টির মতন

জমাট বরফ কাদা, মেঘের ধরন

কখনো স্রোতস্বিনী

কখনো খরস্রোতা বান ডাকা বজ্রের গর্জন।

 

কখনো সে বোতলজাত করপোরেট

আকারবিহীন তবু অসংখ্য অজস্র আকারের জীবন্ত পোর্ট্রেট।