আমাদের পথ

মেহেদী ইকবাল

 

আমাদের সামনে এখন গোলকধাঁধা

আমরা এখন এসে দাঁড়িয়েছি অনেকগুলো পথের সম্মুখে!

সবগুলো পথের মুখে এখন আলোর ফোয়ারা, অজস্র বিপণিবিতান

উপচেপড়া দ্রাক্ষারস আর আগ্রাসী মাংসের তুফান!

কোন সে পথ, যে পথ আমাদের নিয়ে যাবে গন্তব্যে?

আমরা বারবার হারিয়ে পথের দিশা হেঁটে চলি ভুল পথে।

অথচ বালির ঢেউ মাড়িয়ে নির্ভুল ছুটে চলে উটের কারাভান

একটা স্রোতস্বিনী নদী ভোরের স্বপ্ন এঁকে দেয় তাদের চোখে।

আমাদের স্বপ্নগুলো রং হারিয়ে মিথ্যে আতশবাজি

যা আমাদের হাসিগুলোকে চুরি করে পৌঁছে দেয় শত্রম্নদের ঠোঁটে।

 

পথ নিয়ে আমাদের অনেকেই তত্ত্ব রচনা করে

অথচ আমাদের একটাই তো পথ, যে পথে

 

লাখো শহীদের রক্ত মিশে আছে!