টিকে থাকাটাই বড়ো কথা

হাবীবুল্লাহ সিরাজী

 

টিকে থাকাটাই বড়ো কথা

 

নদী বইতে-বইতে একসময় বালি হ’য়ে যায়

অরণ্য পরিণত হয় জ্বালানিতে

পাহাড় কেটে চ’লতে থাকে বসতির প্রক্রিয়া

চাকা প্রস্ত্তত হ’লে সভ্যতা ঘোরে

ঘুরতে-ঘুরতে সৌরম-ল অতিক্রম করে সময়

প্রাণ বদল হ’তে-হ’তে মানুষে রূপান্তর ঘটলে

টিকে থাকাটাই বড়ো কথা

 

জন্ম সে তো টিকে থাকার মহোৎসব

আনন্দের অভ্যন্তরে প্রান্তর গুঁজে বিষাদণ্ডপাহারা

জবাফুলের মতো লাল চোখে

খনির ধাতু জলের মাছ ভূমির শস্য অন্বেষণ

সুইয়ের লেজে মিহি সুতো পরিয়ে জগৎ বয়ন

শক্তি নয় সাহস নয় গহন জাগরণের মধ্যে

কেবল টিকে থাকার কৌশল

 

যে টেকে সে-ই একমাত্র জয়ী

অসিত্মত্বের অভ্যন্তরে বিস্তারিত হ’তে থাকে পরবর্তী পরিচয়

অনন্ত নক্ষত্রপথ রচনার উপকরণ আহরণ শেষে

টিকে থাকাটাই বড়ো কথা …