অরূপ সেন

  • দেশভাগ ও ভাষা-আন্দোলনের এক অন্য আখ্যান

    ফাগুনের অগ্নিকণা মনি হায়দার * বেঙ্গল পাবলিকেশন্স * ঢাকা, ২০২৪ ষ ৪৮০ টাকা বাঙালির আত্মপরিচয়ের ক্ষেত্রে দেশভাগ ও ভাষা-আন্দোলন অপরিহার্য অঙ্গ। এই নিয়ে গবেষণাও কম হয়নি। মনি হায়দারের ফাগুনের অগ্নিকণা বইটির বিশেষত্ব হলো, লেখক এই পরিপ্রেক্ষিতে মানব-সম্পর্কের টানাপড়েনের আখ্যান রচনা করেছেন। বাংলায় একটা প্রবাদ আছে, ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ’। আমরা দেশভাগের যন্ত্রণার ইতিহাসের সঙ্গেই…