আনিকা অনুপ
-
ছবি-ভাস্কর্যে নিত্যদিনের ভাবনার নতুন রূপ
গ্যালারি কলা কেন্দ্রে প্রায় সময় অভিনব প্রদর্শনের আয়োজন করা হয়ে থাকে। মুক্তচিন্তার উন্মেষ, নতুনদের সুযোগ করে দেওয়া – এসবই তাদের নিত্য অনুশীলনের অংশ। এমনই একটি প্রদর্শনের আয়োজন হয়েছিল গত মার্চে। শিল্পী সুস্মিতা মুখার্জি মিষ্টির প্রথম এক প্রদর্শনী ‘পাঁচমিশালি’। ‘পাঁচমিশালি’ শব্দটি বাঙালির রান্নাঘর থেকে উঠে আসা একটি শব্দ। শুনতে পঞ্চব্যঞ্জনের কথা মনে হলেও পাঁচমিশালি মূলত নানা…