আমিরুল ইসলাম কনক
-
হৃদয়ের দুয়ার খোলার চাবি
হিম যন্ত্রাংশ ষ শামীম হোসেন ষ চন্দ্রবিন্দু ষ ঢাকা, ২০২১ ২০০ টাকা ‘সেই বোবা ছেলেটির কথা আজ মনে নেই।/ ধুলোচাপা পথের কিনারে যে একদা ফুল হয়ে ফুটেছিল।’ – (‘বিস্মৃতি’) অভিবাসন-প্রত্যাশী শিশু আয়লানের কথাটি হয়তো আমাদের মনে আছে। শঙ্খের মতো সাদা মায়াবী শ্রীমুখ, হিমশীতল সমুদ্রের কূলবর্তী জলে অর্ধভাসমান স্থির চোখে পৃথিবীর দিকে চেয়ে থাকা সে-দৃষ্টি কেউ…