ইব্রাহিম ফাত্তাহ্

  • ইফ্ফাত আরার চিত্রিত গীতিময়তা

    ইফ্ফাত আরার চিত্রিত গীতিময়তা

    একজন সৃজনশিল্পীর দুটি ধ্যান, দুদিকেই তাঁর যশ। এমন প্রতিভার দেখা পাই ইফ্ফাত আরা দেওয়ানের মধ্যে। তিনি একাধারে এদেশের স্বনামধন্য কণ্ঠশিল্পী; রবীন্দ্রনাথ, রজনীকান্ত ও অতুলপ্রসাদের গান করেন। বৈতালিক গানে স্বতন্ত্র একটা গায়কি তৈরি করেছেন। পুরনো বাংলা গানের পুনরুজ্জীবনে তাঁর বিশেষ অবদান আছে। এই সংগীতশিল্পী যেমন গান করেন, তেমনি আঁকিয়েও। এখানে তিনি রবীন্দ্রনাথের অনুগামী। রবীন্দ্রনাথ ছবি আঁকা…