ওমর শরিফ
-
ভালোবাসার ঝরা ফুল
অফিসের কাজেই শ্রীমঙ্গল যেতে হয়েছিল, অনেক ঝক্কি-ঝামেলা পেরিয়ে তারপর শ্রীমঙ্গল। দেশের অন্যতম টুরিস্ট স্পট হওয়ায়, এই শীতের সময় অনেক চাপ লক্ষ করা গেল, থাকার জন্য মোটামুটি একটা হোটেলের বন্দোবস্ত করে দিয়েছিল অফিসেরই একজন সেলস সুপারভাইজার বারেক, অত্যন্ত তেলবাজ প্রকৃতির এক লোক, বয়সের চেয়ে বয়সীদের মতো কথা বলে আরাম পান, নিজেকে জাহির করার প্রবণতা ষোলো আনা।…