গাস্তঁ দোরেন
-
মা, প্রিয় মা : ফরাসি ভাষার কথা
ভাষান্তর : জি এইচ হাবীব আধুনিক ফরাসি ভাষার সঙ্গে তার মায়ের সম্পর্ক বড় নিবিড়। সত্যি বলতে কী, মাকে নিয়ে ভাষাটির একটি আচ্ছন্নতা আছে। লোকে হয়তো মনে করে, এমন একটি দৃশ্যত চোস্ত ভাষার অনেক আগেই পরিণত দশায় পৌঁছানোর কথা ছিল। শত হলেও ভাষাটির বয়স এক হাজার বছরেরও বেশি, অন্য কিছু ভাষার সঙ্গেও সেটা ওঠাবসা করেছে, বিশ্বের…