ঢালী আল মামুন
-
বস্তু ও মানুষ
ওয়াকিলুর রহমান, আমি ও আমরা একই সময় ও পরিমণ্ডলে বেড়ে উঠেছি। জগৎকে দেখার ও বোঝার ক্ষেত্রে ভাবনার যে-আদিকল্প আমাদের মধ্যে কাজ করেছিল, তার ধরন প্রায় এক। ফলে আমাদের চিন্তা, উপলব্ধি ও বিশ্লেষণে মিল থাকাটাই স্বাভাবিক। প্রারম্ভিক সময়ে আমরা যূথবদ্ধভাবে শিল্পচর্চা করেছি। ব্যক্তিস্বভাব অনুযায়ী শিল্পের ভাষা ও প্রকাশের ধরনে গোড়া থেকেই আমাদের ভিন্নতা ছিল। তা সত্ত্বেও…