তরুণ কুমার ঘটক
-
বিদেশি সাহিত্য ফেদেরিকো গার্সিয়া লোরকার সাক্ষাৎকার এবং ঘোষণা
আজো স্পেনের জনপ্রিয়তম সন্তান ফেদেরিকো গার্সিয়া লোরকা। ১৯৩৬ সালের আগস্ট মাসে ফ্রাঙ্কোর পুলিশ নির্মমভাবে তাঁকে হত্যা করে মাঠে ফেলে চলে গিয়েছিল, সমাধিস্থ পর্যন্ত করা হয়নি। ফ্যাসিস্টদের জঘন্যতম একটি অপরাধ গৃহযুদ্ধের শুরুতেই ঘটে গেল। বিশ্ববাসী ধিক্কার জানায় এবং বরণ করে নেয় স্পেনের অপরাজিত বিবেককে। লোরকা ছিলেন রিপাবলিক সমর্থক মাত্র, সক্রিয় রাজনীতি তিনি করতেন না, অথচ ‘লাল…