নাজনিন সুফিয়ান
-
এক শিল্পতরুর ছায়ায় : সমরজিৎ রায় চৌধুরী
মৌসুম ঠিক হিমেল হওয়ার মতো কি, তখনই? কেন যেন আগস্টের এই শেষ বিকেলের রোদ্দুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরস কোয়ার্টারের দিকে এগিয়ে যেতে যেতে শিরশিরে শীতল, কিন্তু নরম এক পরশ-হাওয়া ত্বক ছুঁয়ে গেল। অন্যদিকে, রোদ্দুরের মিষ্টি উত্তাপটুকু শেষ বিকেলের গরম চায়ের কাপটা দু-তালুর মাঝখানে কখন ঘুম ঘুম উষ্ণতার স্বস্তিটা এনে দেবে – সেই অনুভূতির পূর্বাশা শুনিয়ে যাচ্ছিল।…