নিরঞ্জন হালদার
-
কালিনাথ রায় : এক বিস্মৃত বাঙালি সাংবাদিক
এই সময়ের বাঙালিরা সাংবাদিক কালিনাথ রায়ের নামের সঙ্গে হয়তো পরিচিত নন, তাঁদের জানার সুযোগ যেহেতু কম। কারণ কালিনাথ রায় সাংবাদিক জীবনের ৩৫ বছর কাটিয়েছেন পাঞ্জাবে, লাহোরের দুটি পত্রিকার সম্পাদক হিসেবে। অবশ্য যাঁরা জে. নটরাজনের দি হিস্ট্রি অফ ইন্ডিয়ান জার্নালিজম (১৯৬৪) পড়েছেন তাঁরা জালিয়ানওয়ালাবাগ গণহত্যার পরে সামরিক আইনে গ্রেপ্তার হওয়া দি ট্রিবিউন পত্রিকার সম্পাদক কালিনাথ রায়ের…