বিমল কৃষ্ণ রায়

  • রোদের আলো গায়ে মেখে নাও

    বাইরে এসো, বাইরে এসো, আর থেকো না অন্ধকারের –                        বদ্ধ ঘরে, অজ্ঞানতার ময়লা ধুলো ঝেড়েই ফেলো, জীবনটাকে বুঝতে শেখো –                    নতুন করে। কেউ কারো নয় ব্যস্ত সবাই আখের গোছায় – এই পৃথিবীর জলসাঘরে, নতুন করে বুঝতে হবে – কোনটা নেবে হাতের মুঠোয়; কাঁটা ও কেয়া, দুঃখ ও সুখ – সাজানো ঠিক থরে থরে।…