মানিক মোহাম্মদ রাজ্জাক
-
একাত্তরের শহিদ পরিবার
ঝরনা আমার প্রতিবেশী পাড়াতো বোন। একটি শহিদ পরিবারের অসহায় সন্তান। প্রায় সময় সে মোবাইলে ফোন করে। সে কখনো কুশলাদি জানাতে বা জানতে ফোন করে না। নিরুপায় হলে ফোন করে। এ নিয়ে তার কোনো সংকোচ বা দ্বিধা নেই। যত ব্যস্ততাই থাকুক না কেন, তার ফোন পেলে বিবেকের তাড়নায় ফোন ধরি, কথা শুনি। অধিকাংশ সময় ফোন ধরার…