মোহাম্মাদ মোসলেহ উদ্দিন
-
জীবন ও স্মৃতির সারগাম
অতীত, বর্তমান এবং ভবিষ্যতের ছন্দে বাঁধা মানবজীবন। জীবনের পরতে পরতে ঘটে যায় বহু ঘটনা, যার কিছু কিছু ভেসে বেড়ায় হাওয়ায়, আর কিছু থেকে যায় হৃদয়ে কিংবা দৃষ্টির অগোচরে। কবি পিয়াস মজিদের দীর্ঘ কবিতা ‘এইসব মকারি’ মূলত হৃদয়ের গহিনে থেকে যাওয়া প্রেম, দহন কিংবা স্মৃতির অনুরণন; অথবা বাস্তবতার ছকে আঁকা এক দুষ্প্রাপ্য চিত্রপট – যা আমাদের…