মো. আরিফুল হাসান

  • নিশিঘুম

    পেছন-যাত্রায় তুমি কত দূর যাও যাও নাকি বসে থাকো একা মহাকাল ঘুমের চুমের ভেতর স্বপ্ন নাকাল বেহুঁশ আর বেকারার যাত্রী, কোথা যাও? যেখানে ঘুমের দেশ ডানা মেলে ওড়ে যেখানে ফেলে এসেছো কুড়ানো পাথর নিপুণ নিশীথ যদি জমানো আকর তবে কেন ছুটছো মিছে, হায় ভবঘুরে!

  • বাইরে বিষণ্ন বাতাস

    পাতায় লাগে পার্বণের নকশা তুমি আদিম উল্লাসে পাখা রাখলে নীলের কোলাজে। বিরহীর ভাষা বুকে নিয়ে হঠাৎ দেখলাম তুমি নেই আছো এক বিবর্ণ অন্ধকারে।