মো. শওকত আলী
-
নীলফামারীর নীলকুঠি ও নীলসাগর
বাংলাদেশের যে-কোনো জায়গার নামকরণের একটা পটভূমি বা তাৎপর্য থাকে। তাই নীলফামারী নামটা শুনলেই মনের মাঝে উঁকিঝুঁঁকি দিত এ-জেলার নামকরণের সঙ্গে নীলচাষের হয়তো কোনো সম্পর্ক আছে। নীলফামারী গিয়ে সে-বিষয়ে খোঁজ নিয়ে যা জানলাম এ-নামকরণের পেছনে দুই ধরনের ধারণা প্রচলিত আছে। প্রচলিত এক ধরনের ধারণায় নীলচাষ থেকেই নীলফামারী নামের উৎপত্তি। ব্রিটিশ আমলে নীলফামারী মৌজায় (নটখানা) নীলচাষের একটি…