সাঈদ আজাদ
-
জীবনযাপন
‘দ্যাখ, বদ বেডায় কেমনে তাকায়। মনে হয়, গুঁতা দিয়া চউখ দুইটা গাইল্যা দেই।’ বকুল বেশ জোরেই কথাগুলি বলে। যে তাকিয়েছিল, সে হাসতে হাসতে ওদের পাশ দিয়ে যেতে যেতে চোখ টিপে। ‘ওই খানকির পুত, আরেকদিন যুদি তরে এইদিকে দেখি, পিডাইয়্যা হাড্ডিগুড্ডি ভাইঙ্গালামু।’ বলতে বলতে কাজল উঠে দাঁড়ায়। লোকটার দিকে তেড়ে যেতে উদ্যত হলে রোজিনা বাধা দেয়। …