সাজিদুল হক শুভ
-
পুনরুদ্ধারের অগ্রযাত্রা
চিরচেনা বাংলার বর্ণনার সঙ্গে নগর ঢাকাকে মেলাতে গেলে দেখা যায় ঢাকা একটু ভিন্ন। সুজলা-সুফলা বাংলার প্রাণ-নগরী ঢাকা শহরে আবাদ হয়েছে কয়েক কোটি মানুষের। সেই কোটি মানুষের শহরে, ইট-কংক্রিটের জঙ্গলে ‘বপন’ প্রদর্শনীটি ক্ষণিকের জন্য আমাদের দিয়ে গেছে সোঁদা মাটি আর শেকড়ের ঘ্রাণ। ভাবার্থে শেকড়ের কথা বললেও অলিয়ঁস ফ্রঁসেজের ‘বপন’ শীর্ষক প্রদর্শনীটি নিজেদের শেকড়ের সন্ধানে আমাদের প্রকৃতপক্ষে…