সাদিয়া নাজিব
-
অমোঘ
অভিশপ্ত ইডিপাস আমার শরীর জুড়ে যে অসংখ্য চোখ রয়েছে তার থেকে তুমি স্রেফ দুটি চোখ তুলে নাও একটিতে দেখো তুমি নিয়তি অন্যটিতে মৃত্যু জুয়ার জীবনের খেলা তখনই হবে শুরু শুধু জানবে না কে সে নাটের গুরু আপেল চুরির রহস্য মিশে থাকবে কৃষ্ণবিবরে শুধু তুমি দুটো চোখ নিয়ে নিয়তি ও মৃত্যুর দ্বৈত সরোবরে একটি অভিশাপ হয়ে…