সুপ্তি জামান
-
উষ্ণতম আলিঙ্গনের পর
এমন কোনো শরীর কী আছে? যে শরীরে নেই কোনো তিল এমন কোনো হৃদয় কী আছে? যে হৃদয়ে নেই নীরবতার গান গভীর দীর্ঘশ্বাস নদীর মতো দীর্ঘ প্রবহমান। হঠাৎ হঠাৎ মনে পড়ে – হলেও তো হতে পারতো তুমুল প্রেমময় এক জীবন। প্রগাঢ় চুম্বনের পর শূন্যতা চেপে ধরে পাঁজরের হাড়গোড়সমেত হৃদয় গলে পড়তে চায় ব্যাখ্যাতীত ভয়ে লুকিয়ে পড়ি…
-
মুথাঘাস
অনেক কিছুই বদলে যাচ্ছে – যেমন বদলে গেছে আমার চুলের রং আয়নার সামনে দাঁড়ালে দেখি বদলে যাচ্ছে চেহারার আদল, আঁতকে উঠি এই যাঃ, বুড়ো হয়ে যাচ্ছি তো! এখানেই শেষ নয়, এই তো সেদিন আগারগাঁও মোড়ে গিয়ে চোখ আমার রীতিমতো ছানাবড়া – মস্ত বড় পরিবর্তন হৃদয়হরা কী শ্রীহীন ছিল একদা, আর এখন সর্বাঙ্গে যৌবনের দোল হেমন্তের…
-
শিরোনামহীন কবিতা
বেশি কিছু চাইনি, চেয়েছিলাম একঝাড় কলকাসুন্দা ফুটে থাকুক পথের ধারে, চেয়েছিলাম বুনো ঝোপঝাড়ে কিছু কিছু থাকুক শহুরে জীবনের সাথে – এ সবই এখন আকাশ কুসুম কল্পনা মাত্র। তেমনি প্রেমময় একটি জীবন হবে – এ কথা ভুলতে বসেছি। শুধু মন কষাকষি চলে, প্রেম যেন কাঠফাটা রোদ্দুর। প্রেমিক-প্রেমিকারা সবচেয়ে বেশি প্রেমের অভিনয় করে। প্রেম যেন বাঘের চোখ,…
-
যুদ্ধ জয়
যদি আমাদের আর কোনোদিন দেখা না হয়। স্মৃতিটিতি পেছনে ফেলে সামনে এগিয়ে যেও। জানি তুমি কবি নও। স্মৃতিটিতি এসব কবি অথবা পাগলের কারবার। চলে যেতে ইচ্ছে করে খুব, যেথায় কোনো বন্ধন নেই। বেশ নির্ভার লাগে। চলে যাওয়ার এটাই উপযুক্ত মৌসুম। এবার তৃপ্তি মিলুক সমর্পণে। মৃত্যু আসুক প্রিয়তম হয়ে। বাসরজাগা প্রিয়ার মতো মৃত্যুকে দু-বাহুতে জড়িয়ে ঘুমাব চিরঘুমে।…