স. ম. শামসুল আলম
-
বিভ্রমের হাত কাঁপে
বিভ্রমের হাত কাঁপে গুছিয়ে রেখেছি ষড়ঋতু ভালোবাসা অথচ এখন ষড়যন্ত্র যুদ্ধজয়ী হাত আজ মারণাস্ত্র প্রেমিক খুন করে অনাগত স্বপ্ন বিশুদ্ধ সুন্দর খুন করে আত্মজা ও জয়ীষ্ণু জননী স্বর্গীয় ফুল থাকার কথা অথচ বিষাক্ত কাঁটা বাড়িয়ে দিয়েছি সুখ ফিরে আসে নৈঃশব্দ্যে নিন্দিত ব্যথা শীতল অনুভূতি ছড়াতে দেখি হাত ভরা কষ্টের আগুন ফিরে ফিরে দেখি প্রতিশ্রুতিগুলো বীভৎস…
-
স্বপ্নঘর
চুন-সুরকির পুরনো গাঁথুনির মতো ঝুপঝুপ খসে পড়ল আমার স্বপ্নঘর সেখানে কে হাত রেখেছিল নাকি দিয়েছিল ঝাঁকি থরে থরে সাজানো বাসন্তী ভালোবাসাগুলো চাপা পড়ে গেল থেঁতলে গেল প্রসন্ন মন আর তছনছ হয়ে গেল সঞ্চিত সকল সুখ তাকে ধরতে ব্যাপক তৎপরতা চালিয়েছি চিরুনি অভিযানে শুধু গোছা গোছা লোম ছাড়া কারো টিকিটিও মেলেনি সর্বনাশের মূলহোতাকে সন্ধান করতে করতে…