হাশিম কিয়াম

  • জোড়া কবর

    তোমার পাঁজরে জোড়া কবর খুঁড়ে রেখো, দুজনে ঘুমিয়ে থাকবো পাখির ছানার মতো … ছুটির দরখাস্ত দিয়ে রেখেছি মালিকের কাছে, মঞ্জুর হোক বা না হোক আমি আসবোই মানকচুর পাতা মাথায় তোমার চোখের মেঘ থেকে ইলশেগুঁড়ি বৃষ্টি নামলে, জানি দেখা হবে না …  আমাদের পায়ের ছাপ ধরে এখনো ঘুরে বেড়ায় এতিম কৈশোর, যৌবনের ভরাবিলে গোলাপি শাপলা শোল…

  • প্রজন্ম

    আলোর সঙ্গে পাল্লা দিয়ে তোমার কল্পনা বারবার চ্যাম্পিয়ন হয়েছে, তবু কেন আলো হতে চাও! কল্পনার শেকড় প্রোথিত করো মাটির গভীরে যেখানে জলের  বুকে ভেসে বেড়ায় বক-সাদা পাথর যার একপিঠে লেখা আছে তোমার জীবনবৃত্তান্ত; কল্পনার দাড়িতে পাথর বেঁধে টেনে তোলো মাটির ওপরে, সময় থাকতে অপর পিঠে লিখে ফেল আগামী প্রজন্মের ভাগ্যলিপি, পুঁতে দাও তাকে মাটির বুকে,…

  • জলচৌকি

    ঢেউয়েরা কানে কানে কী যেন বলছে বটগাছ উড়ে গিয়ে মাঝনদীতে শেকড় গেড়ে বসলো, বটফল যেন প্রজাপতি …     জলচৌকি পায়ে হেঁটে এসে গাছের নিচে থামলো একতারা হাতে ভেসে ওঠে, সাঁইজি জলচৌকির ’পর বসলেন, ধরলেন গান …  মঞ্চ থেকে তেড়ে-আসা উচ্ছ্বাসের ঝাঁজে গানের সুর পুড়ে মরলো  তিনি ইশারায় ডাকলেন, রাজঘাটে ভিড়লো সোনার ভেলা ভেলায় উঠতে গিয়ে পা…