কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৪

ঢাকা: ২৪ মে ২০১৫ সাহিত্য, শিল্প ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এক অনুষ্ঠানে তিনজন তরুণ কবি ও লেখককে ২০১৪ সালের ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ প্রদান করা হয়। ২০১৪ সালের পুরস্কার অর্জন করেছেন – কবিতা বিভাগে সাকিরা পারভীন; প্রবন্ধ, গবেষণা ও নাটক বিভাগে এম আবদুল আলীম এবং ছোটগল্প ও উপন্যাস বিভাগে ফাতিমা রুমি। প্রতি বিভাগে পুরষ্কার হিসেবে এক লক্ষ টাকা, একটি ক্রেস্ট এবং একটি সম্মাননা পত্র প্রদান করা হয়। উল্লেখ্য, তরুণ কবি ও লেখকদের সাহিত্য চর্চা ও সাধনাকে সঞ্জীবিত করার লক্ষ্যে ২০০৮ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। এ পুরস্কার নবীনদের মধ্যে যথেষ্ট সাড়া জাগিয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী কথাসাহিত্যিক সমরেশ মজুমদার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন কালি ও কলমের সম্পাদকমন্ডলীর সভাপতি প্রফেসর এমেরিটাস আনিসুজ্জামান।

যোগাযোগ : ০১৭২৬২০৬৭৩৪ . ০১৫৫২১০০৩৫০ . [email protected]