অংশুমান ভৌমিক
-
নভেরা : মাটির আঙিনায় কিংবদন্তির অবতরণ
বাহির পথে বিবাগী হিয়া কিসের খোঁজে গেলি আয় আয় রে ফিরে আয় প্রয়াত ভাস্কর নভেরা আহমেদের (১৯৩৯-২০১৫) কথা মনে এলে, বিশেষত স্বদেশের সঙ্গে তাঁর বেদনাবিধুর সম্পর্কটি মাথায় রাখলে রবীন্দ্রসংগীতের এই কলি চৈতন্যে ভেসে ওঠে। দেখতে দেখতে এই ক্ষণজন্মার প্রয়াণের তিন বছর অতিক্রান্ত। কতক ছোটগল্পের কাদম্বিনীর মতো নভেরা মরিয়া প্রমাণ করিয়াছেন যে তিনি মরেন নাই।…
-
অ্যান্ড দেন ওয়ান ডেঃ বৈঠকি চালে অভিনেতার অন্দরমহলের চাবিকাঠি
এই আত্মজীবনী তিনি লিখতে শুরু করেছিলেন আজ থেকে বছর পনেরো আগে। ২০০২ সালে।