আ হ মা দ মো স্ত ফা কা মা ল
-
অকূলপাথার
আ হ মা দ মো স্ত ফা কা মা ল মৃত্যু ব্যাপারটা খারাপ নয়, একটা মীমাংসা হয়ে যায়। মীমাংসা? কিসের? সবকিছুরই। আর কোনো হিসাব-নিকাশ বাকি থাকে না। বুঝলাম না। মৃত্যুতে কীভাবে সবকিছুর মীমাংসা হয়? আমরা তো সবসময়ই ভাবি, আমাদের আরো অনেক কিছু করার ছিল, হওয়ার ছিল, পাওয়ার ছিল। এটা হলো না বলে ওটা হলো না,…
-
সবচেয়ে সুন্দর করুণ
আ হ মা দ মো স্ত ফা কা মা ল এই অবেলায় হঠাৎ ঝড়-বৃষ্টিতে এলোমেলো হয়ে গেল সবকিছু। এটা বৃষ্টির ঋতু নয়, যে-কোনো সময় ঝমঝমিয়ে বৃষ্টি নামার কথাও নয়, ঝড় তো দূরের কথা। বৃষ্টির দিনে প্রস্ত্ততি থাকে সবারই, এখন কারোরই নেই। এটুকু পথ আসতে-আসতে তাই ভিজে একাকার হয়ে গেল সুমন। বৃষ্টিবাদলের দিনে রিকশায় যেমন পলিথিনের…